স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠক ‘সুসক ৯৪ ক্লাব’র উদ্যোগে শনিবার সদর উপজেলার বিভিন্ন এলাকার করোনো পরিস্থিতিতে বিপাকে পড়া ১৫০ জন নারী-পুরুষকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পৌর শহরের প্রিয়াঙ্গণ কমিউনিটি প্রাঙ্গণে এই সহয়তা বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
সহায়তা বিতরণকালে সংগঠনের সদস্য মুজাহিদুল ইসলাম মজনু, পঙ্কজ দাশ, ওলীউর রহমান, মাসুদ আহমদ, খলিল রহমান, আমানুল হক রাসেল, উছমান গণী উত্তম, শহীদুল ইসলাম, এ টি এম শাহীন রেজা, মাসুদ আহমদ, মোজাহিদ আলম, শম্ভু রায়, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনের পক্ষ থেকে গত ২৩ এপ্রিল একইভাবে করোনারা কারণে সমস্যা থাকা ৫৪টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা।