ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মসজিদের ইমামকে রাখা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে শহরের শাহজালাল আবাসিক এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। জানা যায়, শাহজালাল আবাসিক এলাকার বায়তুস সামাদ জামে মসজিদের ইমামকে রাখা না রাখা নিয়ে রমজানের শুরু থেকেই এলাকার কামাল মিয়া ও ফখর উদ্দিন স্বপন পক্ষদ্বয়ের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। এক পক্ষ ওই ইমামের পিছনে নামাজ পড়বেন আর অপর পক্ষ ইমামের পিছনে নামাজ পড়বেন না। এ নিয়ে কয়েকদফা সালিশও হয়েছে। গত শুক্রবার মসজিদের ইমাম মহল্লাবাসীর কাছে নিজের দোস স্বীকার করলে সালিশকারীরা ঈদের জামাত একসাথে পড়ার সিদ্ধান্ত দেন। সোমবার ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যেই ইমাম-মুয়াজ্জিনের টাকা নিয়ে দু’পক্ষ উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তাৎক্ষনিক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। এসময় কেউ আহত হয়নি বলে জানা যায়। এলাকার বেশ ক’জন মুসল্লী জানান ইমামকে কেন্দ্র করেই এ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে।