হাওর ডেস্ক:
দুর্বত্তদের আগুনে ঘর পুড়েছে সুনামগঞ্জের বাউল রণেশ ঠাকুরের। পুড়ে গেছে বাদ্যযন্ত্র আর ৪০ বছর ধরে জমানো গানের সংগ্রহশালা।
ঘর ও মনপোড়া এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রণেশ ঠাকুরের সহায়তায় তারা আয়োজন করেছেন লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর। ‘বাদ্যহারা বাউলা গান’ নামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে ৩০ মে শনিবার।
এতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করবেন। অংশ নেবেন বৃহত্তর সিলেট অঞ্চলের বাউল শিল্পীরাও। আয়োজকেরা জানিয়েছেন, বাদ্যযন্ত্র ছাড়া এই ব্যতিক্রমী কনসার্টে বাউল রণেশ ঠাকুরের প্রতি সংহতি জানাবেন শিল্পী বাপ্পা মজুমদার, বাউল শফি মন্ডল, শিল্পী আশিক, পিন্টু ঘোষ, জলের গানের রাহুল আনন্দ, শিল্পী কনক আদিত্য, মেঘদলের শিবু কুমার শীল, অবসিকিউর ব্যান্ডের সৈয়দ হাসান টিপুুু, বাউলা’র প্রকাশ, কানাডা থেকে আশিকুজ্জামান টুলু, যুক্তরাষ্ট্র থেকে তাজুল ইমাম, লন্ডন থেকে অমিত দে, গৌরী চৌধুরী, ক্ষ ব্যান্ডের সোহিনী আলম, অষ্ট্রেলিয়া থেকে পারমিতা দে, জার্মানী থেকে শবনম সুরিতা ডানা, ভারত থেকে দোহার ব্যান্ডের রাজীব, সিলেটের বাউল সূর্যলাল দাস, বাউল বশীর উদ্দিন সরকার এবং বাউল রণেশ ঠাকুরও গান করবেন।
করোনাভাইরাস সঙ্কটের কারণে যেহেতু খোলা মাঠে জনসমাগম করে কনসার্ট করা সম্ভব নয়, তাই ফেসবুকের মাধ্যমেই এই লাইভের কনসার্টের আয়োজন করেছেন আয়োজকরা। এতে শিল্পীরাও নিজের বাসা থেকে কনসার্টে অংশ নিতে পারবেন এবং বিশ্বের সবপ্রান্তের দর্শকরা একসাথে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।
লাইভ কনসার্টের সমন্বয়ক উজ্জ্বল দাশ বলেন, বাউল রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিংসযোগের প্রতিবাদ জানানোর পাশপাশি এই বাউলের দুর্দিনে তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থেকেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কেবল রণেশ ঠাকুর নয়, এই করোনা-আপদকালে সঙ্কটে থাকা সকল বাউল শিল্পীদের পাশে দাঁড়ানো ও স্থায়ী নিরাপত্তার নিশ্চিত করারও চেষ্টা চালাচ্ছি আমরা।
বিলেত প্রবাসী শিল্পী গৌরী চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বাউল রণেশ ঠাকুরসহ বাউলদের জন্য ফেসবুক ফান্ডরাইজিং শুরু করেছেন। প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগে শরিক হওয়ার জন্য অনুরোধ করেছেন এই শিল্পী।
প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই লাইভ কনসার্টে আয়োজনে সহযোগি হিসেবে রয়েছে- সিলেটটুডে২৪, নগরনাট ও দাশ এন্ড কোং।. ৩০ মে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা, কানাডা সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় বেলা ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানটি এই তিন ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত গত ১৭ মে মধ্যরাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
—————–
আগুনে পোড়া বাউলা গান
আমার আত্মা আমার জান
বাউলের বসতভিটায় আগুন দিয়েছে তারা। পুড়িয়ে দিয়েছে বাউলের সাধনগৃহ, তাঁর গানঘর, পুড়ে ছাই হয়ে গেছে তাঁর চারদশকের সঞ্চিত বাদ্যযন্ত্র ও স্বরচিত পদাবলির পাণ্ডুলিপিগুলো। ভস্মীভূত বসতভিটায় দাঁড়িয়ে বাউলের বাদ্যযন্ত্রছাড়া খালিগলার সঙ্গে গলা মিলিয়ে আমরা গাইব, অগ্নিনির্বাপিত ছাইগাদায় আমাদের প্রত্যয়ছাপ রাখব।
গলা ছেড়ে গান গাই
বাউল রণেশের পাশে দাঁড়াই
কিংবদন্তি বাউল শাহ আবদুল করিমের নিকট নাড়াবাঁধা শিষ্য রণেশ ঠাকুর। উজানধলের কালনী নদীকূলে গুরুর গৃহসংলগ্ন রণেশ ঠাকুরের সপরিবার বসবাস। এখানে থেকেই তাঁর আজীবনের সাধন-ভজন, সংগীতচর্চা ও মানবিকতার প্রচার। গভীর রাতে বাউলের বসতভিটায় যারা আগুন দিয়েছে, প্রশাসনের ভাষায় এরা ‘অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারী’। কিন্তু আমরা লালনের আমল থেকে এই দুষ্কৃতিকারীদের পরিচয় জানি। কাজেই আমাদের অবস্থান স্পষ্ট।
আমরা গান গেয়েই গান বাঁচাব। পোড়া বাদ্য নিয়া গাইব। আমরা গাইব বাদ্যযন্ত্রছাড়া। বাউলের গান কখনো বাদ্যযন্ত্রে থাকে না, বাউলের গান খাতায় লেখা থাকে না, বাউলের গান থাকে তার জীবনযাপনে। সেই জীবন যত পোড়ে তত তার গলায় গান ওড়ে।
.
আসুন, সবাই মিলে খালিগলায় গানে গানে রণেশ ঠাকুরের সন্ত্রস্ত বুকে মাভৈ জাগাই! আসুন, আমরা সমবেত স্বরে বাউলা গানের ট্রমা কাটাই!
আসুন, ঘরপোড়া বাউলের নিষ্পলক চোখে আমরা অভয়কিরণ ছড়াই! বিশ্বজোড়া লাইভ স্ট্রিমিং বাউলসংহতি অনুষ্ঠানের সময় একযোগে হাজির থেকে, শেয়ার ও মন্তব্য প্রচার করে একটা আওয়াজই দিই চিরপরিচিত দুষ্কৃতিকারীদের কানে :
.
আগুনে আমার মৃত্যু নাই
আগুনে বাঁচি আগুনে গাই
.
রণেশ ঠাকুরের জন্য বাদ্যহারা বাউলা গান
বিশ্বজোড়া লাইভ স্ট্রিমিং বাউলসংহতি অনুষ্ঠান!
৩০ মে ২০২০ শনিবার সারাদুনিয়ায় ফেসবুকে একযোগে
বাংলাদেশ সময় রাত ৮টা ।। কানাডা সময় সকাল ১০টা ।। যুক্তরাজ্য সময় বেলা ২টা
আয়োজন সহযোগি: সিলেট টুডে২৪, নগরনাট, দাশ এন্ড কোং।
পোস্টার ডিজাইন: অরুপ বাউল,
অনুষ্ঠান সংক্রান্ত যোগাযোগ:
উজ্জ্বল দাশ, সমন্বয়কারী, লাইভ কনসার্ট ফর রনেশ ঠাকুর