ছাতক প্রতিনিধিঃ
ছাতকে লাইমষ্টোন ইম্পোর্টের কেন্দ্রস্থল হিসেবে খ্যাত সীমান্তবর্তী ইছামতি বাজার। ওই বাজারে হাতধোয়ার পানির ট্যাংক স্থাপন এবং সাধারন মানুষ ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের পক্ষ থেকে এসব মাস্ক বিতরণ ও পানির ট্যাংক স্থাপন করা হয়। এসময় গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস, জয়েন্ট সেক্রেটারী রেনু মিয়া, অফিস সেক্রেটারী শেখ কামাল, অফিস সচিব জাহেদ আহমদ, ব্যবসায়ী ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন। ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান, লাইমষ্টোন ইম্পোর্টের জন্য একটি প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ বাজার ইছামতি। ইছামতি বাজারে প্রতিদিনই ব্যবসায়ী, পাথর শ্রমিক ও আশপাশের প্রচুর মানুষের সমাগম ঘটে। করোনা ভাইরাস সর্ম্পকে এখানে সচেতনতামূলক প্রচার নেই বললেই চলে। তাই জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রুপের পক্ষ থেকে এ উদ্যোগটি নেয়া হয়েছে।