স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এবার সুনামগঞ্জে দায়িত্বরত ১৬ জন র্যাব সদস্যসহ মোট ২১ জনের করোনা শণাক্ত হয়েছে। রবিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে জেলা থেকে পাঠানো ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে এর মধ্যে ২১ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট শণাক্ত হয়। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ১৬৫ জনের করেনা শণাক্ত হয়েছে।
জানা গেছে নতুন কোভিড-১৯ শণাক্তদের মধ্যে ১৬জনই সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্য। বাকি
৭জন হলেন সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং ছাতক উপজেলায় ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন রবিবার রাতে সুনামগঞ্জে নতুন করে ২১জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন।