স্টাফ রিপোর্টার::
আজ ১ জুন ২০২০। দীর্ঘ দুই মাসের অধিক সারাদেশে গণপরিবহন বন্ধ থাকার পর আজ থেকে অন্যান্য স্থানের ন্যায় সুনামগঞ্জ-সিলেট ও সুনামগঞ্জ ঢাকা সড়কে বাস, মিনিবাস ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। রবিবার দিনভর মালিক ও শ্রমিক সংশ্লিষ্টরা বাসগুলো পরিষ্কার পরিষ্কারসহ স্টেশনেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। সোমবার সকাল থেকেই বাস চলাচল শুরু হয়েছে।
এদিকে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এক সিট ফাকা রেখে যাত্রী পরিবহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে মালিক-শ্রমিকরা ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে নিয়েছেন। গাড়িতে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা, টিকিট কাউন্টারে, গাড়ির ড্রাইভার, হেলপারসহ সবাইকে অবশ্যই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক গ্রুপের মহাসচিব জুয়েল মিয়া বলেন, সোমবার সকাল থেকেই সুনামগঞ্জ সিলেট সড়কের চারটি সমিতির গাড়ি চলাচল শুরু হয়েছে। তাছাড়া দিরাই, জগন্নাথপুর ও ছাতক আন্তসড়কেও বাস চলাচল শুরু হয়েছে। তবে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।