স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনা ভাইরাসে মৃত প্রথম ব্যক্তির যানাজা ও দাফন কাফনে অংশ নিয়েছে স্বেচ্ছাসেবী টিম ত্বাকওয়া ফাউন্ডেশন। সোমবার সন্ধ্যায় তারা মৃত ওষুধ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আব্দুল হকের যানাজা ও দাফন সম্পন্ন করেছেন। এই সংগঠন করোনাকালে কেউ এই রোগে মারা গেলে স্বেচ্ছায় দাফন কাফন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই সংগঠনের সবাই একই পরিবারের সদস্য।
জানা গেছে আজ দুপুরে সিলেট শামসুদ্দিন হাসপাতালে মারা যান জাউয়া বাজার ইউনিয়নের রাউলি গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল হক। তার দাফন কাফনে অংশ নিতে বিকেলে ঘটনাস্থলে যান সুনামগঞ্জের ত্বাকওয়া ফাউন্ডেশনের কর্মীরা। তারা সন্ধ্যা ৬ টায় করোনায় মৃত এই ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করেন।
তাক্বওয়া ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা হলেন সুনামগঞ্জ মদনিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছিরের চার ছেলে হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন, হাফিজ মাওলানা হাম্মাদ আহমাদ, হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, হাফিজ মাওলানা খিজির আহমদ। তাদের সঙ্গে আছেন তাদের ভাগনা তেঘরিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেনের পুত্র ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মদ আম্মার।