দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। দিনেরটুক আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের নির্মাণ সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে এ ঘটনায় আরও ৪ জন আহত হয়।
জানা যায়, মাদ্রাসার নতুন ভবনের জন্য বালু সরবরাহকে কেন্দ্র সোমবার বিকেলে মাদ্রাসায় এক জরুরী বৈঠকে বসেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী। এসময় উপস্থিত আব্দুন নুর ও মর্তজ আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনাও ঘটে।
মঙ্গলবার বিকেলে এঘটনার নিষ্পত্তির লক্ষে বৈঠকে বসে মাদ্রাসা পরিচালনা কমিটির লোকজন বিষয়টি মিমাংসা করে দেন। এর কিছুসময় পরে মর্তুজ আলীর লোকজন আব্দুন নুরের বাড়ির সামনে গীয়ে আব্দুন নুরের পুত্র সুহেলের উপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে লাটিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত হন আব্দুন নুর (৬৫) পুত্র সুহেল মিয়া (৩০), জুয়েল মিয়া (২৫), পাবেল মিয়া (২২)। গুরুতর আহত অবস্থায় আব্দুনর কে ওসমানি মেডিক্যালে নিয়ে যাবার পথে মারা যান তিনি।
এদিকে আব্দুন নুরের পুত্র সুহেলের অবস্থাও আশংকাজনক। ওসমানি মেডিক্যালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।
এব্যপারে দোয়ারাবাজার থানার ওসি মো.আবুল হাসেম বলেন, মাদ্রাসার নির্মাণ সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে একজন মারা গেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।