ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার তিন ঘণ্টার মধ্যেই পিয়ারা মিয়া (৭২) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর প্রায় তিন ঘণ্টা আগে তার শরিরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবীর।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উপজেলায় এখন পর্যন্ত দুই চিকিৎসকসহ মোট ৫২ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন মারা গেছেন ও ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে গত সোমবার ছাতক উপজেলার রাউলি গ্রামের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় দুইজনের মৃত্যু হলো।