স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৮৩টি নমুনা পরীক্ষা করে ২২ জনের শরিরে পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় ২৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এ পর্যন্ত দুইজন। মৃত্যুবরণকারী দুইজনই ছাতকের বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে গতকাল বৃহষ্পতিবার সুনামগঞ্জ থেকে ৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২২টির নমুনাই পজেটিভ এসেছে। তবে শুক্রবার বন্ধ থাকায় নতুন করে আজ কোন নমুনা সংগ্রহ করা হয়নি।
সুনামগঞ্জ সিভিল সার্জন নতুন করে ২২ জন আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।