বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর ব্যক্তিগত উদ্যোগে সুনামগঞ্জ সদর হাসপাতালে করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও বেসরকারি উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আরেকটি নমুনা সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ দুটি নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করেন। এখন থেকে এই দুটি বুথে বিনামূল্যে করোনা উপসর্গের নমুনা সংগ্রহ করা হবে।
করোনা নমুনা সংগ্রহ বুথ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আমার ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সদর হাসপাতালে করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করে দিয়েছি। তাছাড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে একটি বেসরকারি সংস্থার সৌজন্যে আরেকটি করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করে দিয়েছি। আগামী রবিবার আমার নির্বাচনী এলাকা বিশ্বম্ভরপুর হাসপাতালেও আরেকটি নমুনা বুথ স্থাপন করা হবে। এমপি পীর মিসবাহ এই সময়ে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।