ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে রাতের আঁধারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা পাল্টিয়ে চটের বস্তায় সরকারি চাল ভরে অন্যত্র পাচারকালে হাতেনাতে ধরেছেন উপজেলা নির্বাহী অফিসার।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) এর ডিলার চরহল্লা ইউনিয়ন বিএনপি নেতা শামসুদ্দিন এর গোদাম থেকে বস্তাবদল করে পিক-আপ ভ্যানে তুলার সময় অভিযান চালান ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
এসময় বস্তাবদল করা ৬০ বস্তা চাল ও ৯৯টি খালি বস্তাসহ ডিলারের ভাই গিয়াস উদ্দিন নামের একজনকে আটক করা হয়।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে পিকআপ ও আটকৃতদের ছাতক থানায় পাঠানো হয়েছে বলে জানান।