ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত আলীমুজ্জামান হিরা মিয়া (৬৫) নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-ছড়ারপাড় গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। গত ৪জুন তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়। গত শুক্রবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। এ
নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন চিকিৎসক,একজন মুক্তিযোদ্ধাসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, উপজেলার শনিবার পর্যন্ত ৫১ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬জন, নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৪২জন ও মারা গেছেন ৩ জন।
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।