সাজ্জাদ হোসেন শাহ্:
গত দুদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে তাহিরপুর উপজেলার বাদাঘাট, বড়দল দক্ষিণ, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বালিজুরী চার ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি বাড়ছে। ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে।
তাহিরপুর উপজেলা সদরের বাসিন্দা সোহানুর রহমান সোহাগ বলেন, প্রতি বছরই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়ে। এতে সাধারণ মানুষ বিপাকে পড়েছে।
শিক্ষক দ্বীপঙ্কর ভট্টাচার্য্য কাঞ্চু বলেন, তাহিরপুর ও ধরমপাশা উপজেলার একমাত্র সড়ক যোযোগ ব্যবস্থা তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর এলাকায় প্রায় ১কি.মি. সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে দুই উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষের যাতায়াত ব্যবস্থা রয়েছে অচল হয়ে রয়েছে।
উত্তর শ্রীপুর শ্রীপুর ইউপি চেয়ারম্যান হাজী খসরুল আলম জানিয়েছেন, উপজেলার চার ইউনয়নের নিমাঞ্চল প্লাবিত হওয়াও প্রায় দুই লক্ষ মানুষ ঘর বন্ধি থেকে চরম ভোগান্তিতে রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানিয়েছেন, প্রতি বছরই টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের এই অংশটি পানির নিচে তলিয়ে যায়। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে এসেছি। এটি স্থানীয় এলজিইডির উদাসীনতার প্রধান কারন বলে আমি মনে করছি। এটির স্থায়ী সমাধান খুবই জরুরী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্থ করেছেন দ্রুত এর সমাধান করবেন।
এলজিইডি সুনামগঞ্জের নির্বার্হী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেছেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারনে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের সংস্কার কাজটি একটু বিলম্বিত হয়েছে। আশা করি দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হলে তাহিরপুর সুনামগঞ্জ সড়কটি দ্রুত জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে।