স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ৩৪জনের করোনা শণাক্ত হয়েছে। ২৪৮টি নমুনার মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরিরে করোনা শণাক্ত হয়েছে। রবিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে রবিবার ২৪৮টি নমুনা পাঠানো হয় শাবি ল্যাবে। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করতে পেরেছেন ল্যাবের কর্মীরা। এর মধ্যে ৩৪ জনের শরিরেই করোনা ধরা পড়েছে। তাদেরকে আইসোলেশন ও হোম আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
উল্লেখ্য এ নিয়ে জেলায় সর্বমোট ৩০৪জন করোনা আক্রান্ত রোগী শণাক্ত হয়েছেন।