হাওর ডেস্ক ::
সুনামগঞ্জ ও সিলেটে রবিবার দুই চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মীসহ আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ৩৬ জন ও সুনামগঞ্জ জেলায় ৩৪ জন রয়েছেন। রবিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ১৮৭টি নমুনা পরীক্ষা করা হলে ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৩ জনে। আর মারা গেছেন ২৫ জন। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ১১ জন, বিয়ানীবাজারের ৪ জন এবং ওসমানীনগর উপজেলার ১ জন রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, রবিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৩৪ টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে ৩০৪ জনের করোনা শনাক্ত হলো। জেলায় করোনায় মারা গেছেন তিনজন।