ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। আক্রান্ত ২৩ জনের মধ্যে ২২ জনই জাউয়া ইউনিয়নের বাসিন্দা। একজন একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ বলে জানা গেছে। তিনি শহরে বসবাস করেন। জাউয়া ইউনিয়নের ২২ জনের মধ্যে করোনা আক্রান্ত জাউয়া গ্রামের ৬ জন, খিদ্রাকাপন গ্রামের ৩ জন, কৈতক গ্রামের ১১ জন, গণিপুর গ্রামের ১ জন ও বড়কাপন গ্রামের একজন রয়েছেন। গত দু’দিনে এ উপজেলার ১০০ জনের নমুনা প্রেরন করা হলে ৪৮ জনের নমুনা পরিক্ষা শেষে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ৫২ জনের ফলাফল সোমবার আসতে পারে বলে জানান কৈতক হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলাম। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবের পাঠানো রিপোর্ট অনুযায়ী রবিবার নতুন করে এখানে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।