1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে করোনা রোগের চিকিৎসা শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৪.৫২ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটে বিভাগের করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করেছে সিলেটের আখালিয়াস্থ বেসরকারি হসপিটাল মাউন্ট এডোরা হসপিটাল। সোমবার (৮ জুন) থেকে তারা এ সেবা দিচ্ছে। তবে সেবার হার অত্যধিক বলে অভিযোগ ওঠেছে। বর্তমানে সোমবার থেকে আজ পর্যন্ত ৫ জন করোনা উপসর্গ দেখা দেওয়া রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, সোমবার সকাল থেকে মাউন্ট এডোরা হসপিটালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসাসেবা শুরু হয়েছে। প্রথম ধাপে হাসপাতালটি ৪০টি বেড নিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান শুরু করেছে। করোনাক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ ইউনিট গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের দিতে শুরু করেছে চিকিৎসাসেবা।
এ বিষয়ে হাসপাতালটির করোনা ওয়ার্ডের সমন্বয়ক ফজলে রাব্বি আজ মঙ্গলবার (৯ জুন) জানান, হাসপাতালটিতে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এ ওয়ার্ডে ৪০টি বেড রয়েছে। এছাড়াও গুরুতর রোগীদের জন্য আলাদা ৪ বেডের আইসিইউ ইউনিট রাখা হয়েছে।
তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৫জন রোগী ভর্তি হয়েছেন। তবে এদের শরীরে করোনার উপসর্গ থাকলেও এখন পর্যন্ত কেউ পজেটিভ শনাক্ত হননি। তাদের নমুণা সংগ্রহ করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

(তথ্যসূত্র সিলেটভিউ)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!