স্টাফ রিপোর্টার::
জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধিদের সমর্থন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে সংবর্ধনা প্রদান করেছে ছাতক পৌরসভার নাগরিক সমাজ। শনিবার পৌর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় হাজারো লোকজন উপস্থিত ছিলেন।
ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র ও আ.লীগের জাতীয় পরিষদ সদস্য আয়ূব বখত জগলুল প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে নূরুল হুদা মুকুট বলেন, আমি সততা ও নিষ্টার সাথে জেলা পরিষদে দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা চাই। জনগণের এই প্রতিষ্ঠানটি জনগনের সেবার জন্য সর্বক্ষণ উন্মুক্ত রাখতে চাই। নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি সবাইকে অভিনন্দন জানান।