স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নিলামে না দিয়ে বিক্রি করে দেওয়া, সরকারি প্রজ্ঞাপন না মেনে ম্যানেজিং কমিটি গঠন এবং অভিভাবকদের বিরুদ্ধে অশালীন আচরণসহ নানা অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে গ্রামবাসী এই অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম মাখনি মাহিন ছোট ঘাগটিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও দফতরি মিলে সম্প্রতি স্কুলের পুরাতন ভবনের টিন, রড, দরোজা, জানালাসহ মূল্যবান জিনিষপত্র নিলামে না তুলে নিজেরা নিয়ে গেছেন। তাছাড়া তারা স্কুলের দুটি বড় বৃক্ষও কেটে নিয়েছেন। এ বিষয়ে অভিভাবকরা কথা বললে প্রধান শিক্ষক তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন। অভিযোগে এলাকাবাসী আরো উল্লেখ করেন, সরকারি নিয়ম না মেনে প্রধান শিক্ষক কয়েক মাস আগে সভাপতি ও দুইজন বিদ্যুৎসাহী নিয়েছেন নিজের পছন্দ মতো। প্রজ্ঞাপন অনুযায়ী বিএ পাশ সভাপতি ও এসএসসি পাশ বিদ্যুৎসাহী সদস্য নেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক সরকারি আইন ভঙ্গ করে এসএসসি পাশ সভাপতি ও ৭ম শ্রেণি পাশ বিদ্যুৎসাহী সদস্য নিয়েছেন। সরকারি আইন ভঙ্গ ও সরকারি সম্পত্তি আতœসাতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম মাখনি মাহিন বলেন, অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।