স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাবের ঈদপুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাতে পৌর মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সততা, নিষ্টা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের সার্থ-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে সংবাদ পরিবেশনের পরামর্শ দেন। একই সঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালানোর আহ্বান জানান। বক্তারা বস্তুনিষ্টভাবে জেলার বিভিন্ন দফতরের দুর্নীতির খবর পরিবেশনের জন্যও প্রেসক্লাবের সদস্যদের আহ্বান জানান। যাতে এই জেলার জনগণ উপকৃত হন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তাহের আলম মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান, কালের কণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার, সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক মো. আকরাম উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি জাকির হোসেন, মাছরাঙ্গা টিভি ও জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, এনটিভির প্রতিনিধি দেওয়ান গিয়াস, চ্যানেল নাইনের প্রতিনিধি এ আর জুয়েল, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, সাংবাদিক আশিক পীর প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সদস্যরা আগামী সপ্তাহে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এক প্রীতি ফুটবল খেলার আয়োজনের সিদ্ধান্ত নেন। সুনামগঞ্জ বালুরমাঠে শীঘ্রই ফুটবল খেলাটি অনুষ্টিত হবে বৈঠক সূত্রে জানা গেছে। ফুটবল খেলা