স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শহরে মোটর সাইকেল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রমিজপণিস্থ কার্যালয় থেকে নবগঠিত সদর উপজেলা যুবলীগের সভাপতি এহছান আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিলের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে। এতে সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ ৮ ইউনিয়নের নেতৃবৃন্দ এসে আনন্দশোভাযাত্রায় যোগ দেন।
আনন্দ শোভাযাত্রাটি শহরের আলপাত স্কয়ারে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি এহছান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, গিয়াস উদ্দিন, পিন্টু বণিক, জেবুল মিয়া, আজিজুল আলম অপু, সামিয়ান তাজুল, রিংকু রায়, হাসানুজ্জামান ইস্পাহানী, সাজ্জাদুর রহমান তায়েফ, জিল্লুর রহমান সজীব, মহিনুর রহমান, জাকারিয়া আহমদ, জনি হুসাইন, বকুল দাস, ফয়সল আহমদ, সফিকুল হক, লুৎফুর রহমান, সহিবুর, জাকির, আফরোজ, ফারুক, জয়ন্ত বণিক, আশীষ রায়, ইমান আলী, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, জয়নাল মিয়া, অলি মিয়া, ডালাস চৌধুরী প্রমুখ।