স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাংলাদেশ বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
শিক্ষাবিদ চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক ভাস্কর রঞ্জন দাস, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, অধ্যাপক পৃথ্বিষ কান্তি ঘোষ, অধ্যাপক আজমল হোসেন, অধ্যাপক শামছুল ইসলাম, অধ্যাপক ফয়েজ আহমদ বাবর প্রমুখ।
অনুষ্ঠানে সুধীজন হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীর মতিউর রহমান।
সম্মেলনে শিক্ষাবিদগণ ও শিক্ষক নেতারা বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অসাম্প্রদায়িক, মানবিক ও বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে শিক্ষাদানের জন্য এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের জাগিয়ে তুলতে হবে। না হলে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ভূলুণ্ঠিত হবে। বক্তারা আরো বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না করে সরকার বেসরকারি শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কাজ করছে। বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায় সঙ্গত সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দাবি আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।