স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি বিপৎসীমার ৩ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭.৮৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪৫ মিলি মিটার। যার ফলে সুনামগঞ্জে নদ নদীসহ হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে প্লাবিত হয়েছে। তবে এখনো বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েন এলাকাবাসী ও প্রশাসন। জেলায় পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে গত তিনদিনে সুনামগঞ্জের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৯০২ মিলিমিটার। ভারী বর্ষণের ফলে ভাটির জনপদ সুনামগঞ্জে এসে চেরাপুঞ্জির পানি চাপ সৃষ্টি করছে। এতে পাহাড়ি ঢলে সীমান্ত নদী যাদুকাটা, চলতি, খাসিয়ামারা, চেলা, সোমেশ্বরীসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিপৎসীমার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ কয়েকটি সীমান্ত উপজেলার সীমান্ত এলাকার রাস্তাঘাট পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। জেলা শহরে যাতায়াত করতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন চেরাপুঞ্জিতে ভারীবৃষ্টিপাত হচ্ছে। আমাদের সুনামগঞ্জেও বর্ষণ চলছে। ফলে সীমান্ত নদ নদীসহ জেলার প্রধান নদী সুরমার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।