মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামের বিশটি বাড়ী ঘর ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। সাথে আসবাবপত্রের ও গাছ পালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে বিশটি বাড়ী ঘর লণ্ডভণ্ড করে দেয়। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব হুমায়ূন কবির জানান , নুরপুর গ্রামের বিশটি পরিবার ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। সাথে আসবাবপত্র ও গাছপালা লণ্ডভণ্ড করে দেয়।
ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে নুরপুর গ্রামের আজিজুর রহমান, শাহ জাহান মিয়া,জনিক,কাইয়ুম, রফিক মিয়া,হাবিকুল,বাবুল মিয়া,রমিজুল, হদির ইসলাম, রুহুল আমিন, বদরুল আমিন, আব্দুল হাই সহ অনেকে ক্ষতির সম্মুখীন হয়।ক্ষতিগ্রস্ত সবাইকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষয় ক্ষতি নিয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান মহোদয় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনকে অবহিত করেন বলে জানান। এদিকে মাননীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয় নুরপুর গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে দেখা করে, তাদের সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।