1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

সুনাম যুব কল্যাণ পরিষদ নিয়ে আলোচনা সভা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.০৭ পিএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন সুনামগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সুনাম যুব কল্যাণ পরিষদ গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল দশটায় সুনামগঞ্জ যুব কল্যাণ পরিষদের হলরুমে প্রশিক্ষিত যুবক যুবতীদের নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ যুব প্রশিক্ষন কেন্দ্রের মৎস্য বিষয়ক প্রশিক্ষক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় কৃষি বিষয়ক সিনিয়র প্রশিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পশুপালন বিষয়ক প্রশিক্ষক মোঃ মোশারফ হোসেন, মৎস্য বিষয়ক প্রশিক্ষক আব্দুস সাত্তার সরকার, প্রশিক্ষিত যুবক আমিনুল হক, মোহাম্মদ আলী ফুয়াদ, সেজাউল হাসান, গাজিউর রহমান, ফখরুল হোসেন, আমিরুল হক, কবির হোসেন, রেজুয়ান হোসেন মানিক, সাদরুল আমীন, রাজিকুল ইসলাম, রোজিনা আক্তার, বিজয় চন্দ্র সরকার, আব্দুর রউফ, আব্দুল হালিম মহসিন, রফিকুল ইসলাম, আব্দুস শহীদ তালুকদার, স্বপন চন্দ্র সরকার, মোক্তার হোসেন প্রমুখ।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে বিরতি দিয়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় সুনামগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের আওতাধীন ১১টি উপজেলার প্রশিক্ষিত শতাধিক যুবক উপস্থিত ছিলেন। পরে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আমিনুল হককে সভাপতি এবং রেজুয়ান হোসেন মানিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সুনাম যুব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, এই কমিটির মাধ্যমে সুনামগঞ্জের এগারটি উপজেলায় প্রশিক্ষিত বেকার যুবকদের নিয়ে শিগ্রই সুনাম যুব কল্যাণ পরিষদের উপজেলা কমিটি গঠন করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!