স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢল ও বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্ভোগ বেড়ে চলছে। রবিবার সকাল ৯টায় সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭০ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার ৭.৮০ সে.মিটার অতিক্রম করে পানি ৮.৫০ সে.মিটার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টার বৃষ্টিপাত আরো বেশি হয়েছে। জেলায় ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে পাহাড়ি ঢলও অব্যাহত রয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জির বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে সীমান্ত নদী দিয়ে সুনামগঞ্জে নেমে বন্যার সৃষ্টি করেছে।
সুনামগঞ্জে বন্যারি বিস্তৃতি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা। শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল, হাটবাজার ও লোকালয়ে পানি প্রবেশ করেছে। বিভিন্ন এলাকার বেরিবাধ ভেঙ্গে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। জেলা শহরের শতাধিক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। পানি আরো বৃদ্ধি পেলে দুর্ভোগ চরমে পৌছবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসন প্রতিটি উপজেলা ও পৌরসভায় আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে বন্যা কবলিতদের প্রয়োজনে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।