স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ডের অবহেলা, অনিয়ম ও দুর্নীতির কারণে মৌসুমের শুরুতেই সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসলহানীর প্রতিবাদে রবিবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সচেতন হাওরবাসীর ব্যানারে অনুষ্ঠিতব্য মানবন্ধনে ক্ষতিগ্রস্ত হাওরবাসী ও অসহায় কৃষকদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজনরা।
উল্লেখ্য গত তিন দিন ধরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার তাল হাওরের বোরো ফসল সময় মতো বাধ নির্মাণ না করায় প্রায় ৩০০ একর জমির ধান তলিয়ে গেছে। আজ শনিবার একই উপজেলার পাশোয়ার হাওরের ফসল তলিয়ে গেছে। তাহিরপুরের ৫টি হাওরের ফসলও প্রায় অরক্ষিত।
কৃষক ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ৫০ কোটি টাকা ব্যয়ে হাওরের ৪০০ কি.মি ফসলরক্ষা বাঁধের কাজ গত ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল। ফেব্রুয়ারির ২৮ তারিখ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো বিভিন্ন স্থানে কাজই শুরু হয়নি। কয়েকটি বাধে কাজ শুরু হলেও ৩০ ভাগও কাজ হয়নি। যার কারণে গত দুই দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলের চাপে জেলার নি¤œাঞ্চলের উঠতি বোরো ফসল তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড, পিআইসি ও ঠিকাদারদের কাজে অবহেলা ও অনিয়মের কারণেই হাওরের ফসল অরক্ষিত বলে জানান কৃষক ও জনপ্রতিনিধিরা।
এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে রবিবার দুপুরে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে পাউবোর লাগামহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছেন সুনামগঞ্জ জেলা শহরে অবস্থানকারী হাওরাঞ্চলের মানুষজন।