দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিপল্প নাই। বৃক্ষই আমাদের জীবন ধারণের প্রধান হাতিয়ার অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া পৃথিবী মুল্যহীন মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় নাই। তাই আঙ্গিনায় বেশি করে ফলজ ও ঔষধি গাছ লাগিয়ে দেশ, জাতি তথা জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি শনিবার(৪(জুলাই) দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর নিজ বাড়ী ‘‘হিজল করচ’’ প্রাঙ্গণে ঔষধি নিম গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাসেদ ইকবাল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন, জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক গনি, মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন প্রমুখ। পরে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ তিনটি করে বনজ, ফলজ ও ভেষজ গাছের রোপন করেন।