স্টাফ রিপোর্টার::
নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশের নির্বাচনী ভাবমূর্তি উজ্জ্বল হয় সেজন্য কাজ করছে নির্বাচন কমিশন। আমরা বাংলাদেশে একটি সুন্দর সুষ্টু নির্বাচন ব্যবস্থার লক্ষ্যে কাজ করছি। তিনি জনগণের আস্থা পুনরুদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সর্বস্তরের কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য আগামী ৬ মার্চ নতুন নির্বাচন কমিশনের অধীনে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনার জগন্নাথপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন। রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ২৮ বিজিবির অধিনায়ক মাহবুবুল আলম, র্যাব সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ফয়সল আহমদ, উপজেলা নির্বাহী অফিষার মো. মাছুম বিল্লাহ, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম প্রমুখ।