স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। বৃহষ্পতিবার দুপুর আড়াইটায় তিনি দিরাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জম দেন। এই আসনে গত বুধবার পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছিলেন জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টির প্রতিনিধিসহ ৭জন। তবে এ পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্তই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপ্রত সংগ্রহ করেছিলেন, জাতীয় পার্টি প্রার্থী জাহের আলী, জাসদ (আম্বিয়া) প্রার্থী সালেহীন চৌধুরী, জাসদ (ইনু) প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সামছুল হক চৌধুরী, ফখরুল আলম চৌধুরী ও সৈয়দুর রহমান।
এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তের মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, আব্দুল মজিদ খান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।
তবে এ পর্যন্ত একজনই মনোনয়ন জমা দিয়েছেন বলে জানান, দিরাই উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান।
আজ এ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই হবে ৫ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন।