ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী এলাকার ভেতর লেবারপাড়া খালের ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য ৬ মাস আগে ভেঙ্গে দেয়া হয়। ব্রিজটি নির্মাণ না হওয়ায় দক্ষিণ বাগবাড়ী ও লেবারপাড়া এলাকার হাজারো লোকজনের যাতায়াতে বিঘœ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দু’দফায় বন্যায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এখানের লোকজনদের। স্থানীয় লোকজনের যাতায়াত সুবিধা ও দূর্ভোগের কারনে দক্ষিণ বাগবাড়ী মহল্লার খায়ের উদ্দিন নিজ শ্রম ও অর্থ ব্যয়ে ভাঙ্গা ব্রিজের সামনে একটি বিকল্প বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন। ওই কারনে লেবারপাড়া ও দক্ষিণ বাগবাড়ী এলাকার লোকজনের যাতায়াত সুবিধা নিশ্চিত হয়েছে। খায়ের উদ্দিন জানান, সাঁকো নির্মাণে স্থানীয় আবুল হোসেন, মহরম আলী, শামসুদ্দিন মিয়া, নজির মিয়া, আইয়ুব আলী, রতন দাস, হেলাল মিয়া, সোহেল আহমদ, আবুল কালাম, জালাল উদ্দিন প্রমুখ সাঁকো নির্মাণের সময় উপস্থিত থেকে তাকে সহযোগিতা করেছেন।