স্টাফ রিপোর্টার::
ছাত্র সমাজের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে ‘সাপ্তাহিক শহীদ জগৎজ্যোতি পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের কার্যালয়ে এ চক্র অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং পাপু সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, শহর সংসদের সভাপতি আসাদ মানি, সাধারণ সম্পাদক দুর্জয় দাস, গবেষা সম্পাদক গোসি দাস প্রমুখ।
বক্তারা পাঠ চক্রে তরুণ প্রজন্মের উদ্যোগীদের এগিয়ে আসার আহ্বান জানান।