ছাতক প্রতিনিধিঃ
দু’সপ্তাহের ব্যবধানে দু’টি বন্যায় বিপর্যস্ত ছাতক ও দোয়ারাবাজারের জনজীবন। পানিবন্দি হয়ে এখানের প্রায় ৪ লক্ষাধিক মানুষ রয়েছেন মারাতœক দুর্ভোগে। সোমবার সকালে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ২৫০টি পরিবারের বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার মন্তাজপুর এলাকায় নৌকাযোগে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও পানি বিশুদ্ধ করনের ট্যাবলেট বিতরণ করেন তিনি। এসময় ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।