বিশেষ প্রতিনিধি::
বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. খায়রুল কবির রোমেন ও তার ব্যবসায়িক সহযোগী যুক্তরাজ্যপ্রবাসী ও লন্ডন যুক্তরাজ্য যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আরজ আলী। বন্যার্ত অসহায় ও হতদরিদ্র মানুষকে শুধু আশ্রয়ের জন্য প্রতিষ্ঠান খুলেই দেননি তারা গত চারদিন ধরে দুই বেলা রান্না করা খিচুরি এবং ভাত-সব্জিও বিতরণ করছেন তাদের মধ্যে। সুনামগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘আকিয়া ডিজাইন’ প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় বর্তমানে ওই বিভিন্ন এলাকার ১৫০জন বন্যার্ত আশ্রয় নিয়েছে।
গত ১২ জুলাই বিসিক পার্শবর্তী কালিপুর, গণিপুর, ওয়েজখালি, মল্লিকপুরসহ বিভিন্ন এলাকা নিমজ্জিত হয়। এতে অসহায় ও হতদরিদ্র পরিবারের অনেক মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়। তারা বিপাকে পড়ে। অনেকেই আশ্রয় নেয় বন্যাশ্রয় কেন্দ্রে। অনেকে আশ্রয় না পেয়ে চলে আসে বিসিকে আকিয়া ডিজাইন ফ্যাক্টরিতে। খবর পেয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরজ আলী ও পরিচালক ড. খায়রুল কবীর রোমেন দ্বিতীয় তলায় বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য ছেড়ে দেন। ওই দিন রাত থেকেই তারা ১৫০ পরিবারকে রান্না করা খিচুরি, ভাত-সব্জি-ডাল বিতরণ করছেন। দুর্যোগের সময় বন্যার্ত মানুষেরা আশ্রয় ও খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের দুই নেতার প্রতি।
আকিয়া ডিজাইনের চেয়ারম্যান আরজ আলী ও পরিচালক এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন বলেন, বন্যার্ত অসহায় ১৫০জন মানুষ চারদিন আগে আমাদের ফ্যক্টরিতে আশ্রয় নিয়েছেন। আমরা তাদেরকে থাকার পাশাপাশি খিচুরি, ডাল ভাতও দুই বেলা দিচ্ছি। যতদিন তাদের বাসা বাড়ি থেকে পানি না নামবে ততদিনই তারা এখানে থাকবেন এবং তাদেরকে খাবার সরবরাহ করব আমরা।