স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণ বন্ধ থাকায় বন্যার পানি কমছে। সুরমা, যাদুকাটা, চলতিসহ সীমান্ত নদ নদীর পানিও কমছে। বিভিন্ন স্থানে বাসা বাড়িতে বানের পানি প্রবেশ করেছিল তা নামতে শুরু করেছে। জেলার প্রধান নদী সুরমার পানি এখন বিপৎসীমার ৪ সে.মিটার নিচ দিয়ে বইছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি ৭.৭৬ সে.মি. উপর দিয়ে বইছে। তবে হাওরাঞ্চলে পানি নামার সাথে সাথে কাচা ঘরবাড়ি ধসে পড়ছে বলে জানা গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, পাহাড়ি ঢল ও বর্ষণ বন্ধ থাকায় পানি কমছে। সুরমাসহ অন্যান্য নদ নদীর পানিও এখন বিপৎসীমার নিচে আছে। হাওরাঞ্চলেও পানি কমছে।
সুনামগঞ্জের বিভিন্ন এলাকার সংসদ সদস্য ও জেলা প্রশাসনসহ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা শুকনো খাবার বিতরণ করছেন। পানি নেমে যাওয়ায় অনেক মানুষই আবারও বাসা বাড়িতে ফিরছেন।