ছাতক প্রতিনিধিঃ
দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্থ উত্তর খুরমা ইউনিয়নের কর্মহীন, পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। সোমবার থেকে দু’দিনে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ নাৌকা ভর্তি ত্রাণ সহায়তা নিয়ে ইউনিয়নের আমেরতল, ছোটবিহাই, বড়বিহাই, মৈশাপুর, দাহারগাও, রাজারগাও, তকিরাই, নোয়াগাও, রুক্কা, গদারমহল, চলিতারবাগ, ঘাটপাড়, গাবুরগাও, রসুলপুরসহ বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। বন্যার্ত পানিবন্দী মানুষের খোঁজ-খবর নিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। গত দু’দিনে এসব গ্রামের পানিবন্দী ১ হাজার পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড়ো দুধ, চিনি, চা-পাতা, বিস্কুট, গুড়, সুজি ও দিয়াশলাই বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণকালে সাথে ইউপি সদস্য আব্দুল হামিদ, শামসুল হুদা, স্থানীয় হাজী আমির উদ্দিন, কামাল হোসেন, খায়রুল হুদা, আমির আলী, চমক আলী, আব্দুস ছালাম, হারুল মিয়া, ইকবাল হোসেন, শামীম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।