স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সুরমা নদীতে গত ১২ ঘন্টায় ২২ সে.মি. পানি বেড়েছে। তবে এখনো পানি বিপদসীমার ৯ সে.মি. নিচে রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ২০ জুলায়ের পর ৩-৪ দিন বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেতে পারে। তবে একদিন আগ থেকেই পানি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি ৭.৪৯ সে.মিটার ছিল। রবিবার সন্ধ্যা ৬টায় একই পয়েন্টে সুরমার পানি ৭.৭১ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১২ ঘন্টায় সুরমার পানি ২২ সে.মি. বৃদ্ধি পেলেও বিপদসীমার ৯ সে.মিটার নিচে রয়েছে। সূত্র জানায় গত ২৪ ঘন্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ২৮৮ মি.মিটার বৃষ্টিপাত হয়েছে। ওই সময়ে সুনামগঞ্জে ৭০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। তবে মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারণে সুরমার পানি বৃদ্ধি পেয়েছে। ২০ জুলাই থেকে ৩-৪দিন পানি বৃদ্ধি পেয়ে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে গত ১২ ঘন্টায় সুরমার পানি ২২ সে.মিটার বেড়েছে। তবে আমাদের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ২০ জুলাই থেকে ৩-৪দিন ভারী বর্ষণের কারণে আবারও বন্যার সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য গত ২৬ জুন থেকে থেকে ২৯ জুন পর্যন্ত সুনামগঞ্জে প্রথম দফা বন্যা হয়। পরে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত দ্বিতীয় দফা ভয়াবহ বন্যা হয়। সেই বন্যার পানি কমলেও বিভিন্ন এলাকায় এখনো পানি রয়ে গেছে। এখন তৃতীয় দফা বন্যার সৃষ্টি হলে মানুষের চরম দুর্ভোগ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।