স্টাফ রিপোর্টার::ত
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। তবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টায় রিটানির্ং অফিসারের কার্যালয় থেকে এ ফলাল ঘোষনা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চেয়ারম্যান পদে শক্তিশালী বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান ২৯ হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আকমল হোসেন ২৫ হাজার ১৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মুক্তাদীর আহমদ পেয়েছেন ১৩হাজার ৬১৫ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) আওয়ামী লীগ প্রার্থী বিজন কুমার দেব ২০ হাজার ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সুহেল আহমদ খান টুনু পেয়েছেন ১৫ হাজার ৩৩৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিএনপি প্রার্থী ফারজানা বেগম ২৮ হাজার ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ প্রার্থী হাজেরা বারী পেয়েছেন ২৩ হাজার ৮২৩ ভোট।