জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জের বিনাজুরা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের বিনাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন তিনি।
বিদ্যুতায়ন সভায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার। সিন্ধু ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিনাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা তালুকদার।
লক্ষী নারায়ণ তালুকদারের গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী হেমায়েত হোসেন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী তালুকদার, সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, ইউপি সদস্য অজিত সরকার, রাহুল পুরকায়স্থ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন বিনাজুরা গ্রামবাসী ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রতন বলেন, ‘আমরা চলেছি এগিয়ে যাওয়ার গতিতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন অগ্রগতির দ্রুত ধারায় এগিয়ে চলেছে। হাওরাঞ্চলের মানুষও যাতে বিদ্যুৎ পায়, সেজন্য প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। যাঁর আন্তরিকতায় আপনারা আজ বিদ্যুৎ পেয়েছেন। ধীরে ধীরে আরও অনেক কিছু পাবেন। এজন্য একটু ধৈর্য্য ধরতে হবে। আজ আপনাদের বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার দিন। আজ বিদ্যুৎ পেয়েছেন, আগামীতে আপনাদের সকল আকাঙ্ক্ষা পূরণ করা হবে। হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন।’