রাজন চন্দ, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাধের কাজে ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বুধবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, হাওর রক্ষা বাধঁগুলোর কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাঁধের কাজ সমাপ্ত হয়নি । পাশাপাশি যে বাঁধগুলো হয়েছে তাও অনেকটা নি¤œমানের। নেতৃবৃন্দ হাওরের বাঁেধের কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদার ও পিআইসিদের প্রতি অনুরোধ জানান।
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও সাংবাদিক গোলাম সারোয়ার লিটন, উপজেলা আওয়ামী লীগ কৃষি ও সমবায় সম্পাদক খেলু মিয়া, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম সেলিম আখঞ্জী, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ।
সভা শেষে আগামী শনিবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ হাওরের বাঁধগুলো পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন।