স্টাফ রিপোর্টার::
গত বৈশাখ মাসে করোনকালীন সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে হাওরের অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ২৭ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে জুবের আহমদ অপুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে প্রদর্শিত রেপ্লিকায় জুবের আহমদ অপু কর্তৃক নেতাকর্মীদের নিয়ে হাওরের ধানকাটার একাধিক ছবি প্রদর্শিত হয়। হাওরের অসহায় কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে দেওয়ায় শীর্ষ নেতৃবৃন্দ জুবের আহমদ অপুকে অভিনন্দন জানান।
স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান কেন্দ্রীয় আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউতে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনাসভা শেষে উপস্থিতিদের উদ্দেশ্যে হলরুমে বড় পর্দায় একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এতে সারাদেশের স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ কর্তৃক সাধারণ মানুষের পাশে থেকে সহায়তার দৃশ্য স্থান পায়। এতে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু কর্তৃক দলীয় নেতাকর্মীদের নিয়ে গত বৈশাখে বিভিন্ন হাওরে ধানকাটার একাধিক ছবি প্রদর্শিত হয়। কৃষকের পাশে থেকে কাজ করায় জুবের আহমদ অপুসহ তৃণমূল স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সবসময় দেশের মানুষের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান নেতৃবৃন্দ।
জুবের আহমদ অপু বলেন, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে আমরা গত বৈশাখে করোনাকালে হাওরের অসহায় কৃষকের ধান কেটে দিয়েছিলাম। প্রতিটি উপজেলায়ই আমরা বিভিন্ন হাওরে ধান কেটে কৃষক ও শ্রমিকদের উৎসাহ দিয়েছি। আমার প্রাণের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ উপলক্ষে সম্মাননা পুরষ্কার প্রদান করায় আমি কৃতজ্ঞ। আমি আজীবন আওয়ামী আদর্শ বুকে ধারণ করে মানুষের পক্ষে কাজ করে যাব।