স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জে ঈদুল আজহার আগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারসহ হতদরিদ্ররা ভিজিএফ চালসহ নগদ সহায়তাও পেয়েছে। দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নের ৮ হাজার ৫৫০টি পরিবার প্রতিটি কার্ডের বিপরিতে ১০ কেজি করে চাল পেয়েছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই চাল বিতরণ করা হয়েছে। উপজেলায় ৮৫.৫০০ মে.টন ভিজিএফ চাল হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদেরও জিআরের চাল, নগদ সহায়তা এবং শুকনো খাবারও আলাদাভাবে বিতরণ করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী বলেন, আমরা ইতোমধ্যে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ভিজিএফ চাল ঈদের আগেই হতদরিদ্রদের মধ্যে বিতরণ করেছি। তাছাড়া বন্যার্তদের মধ্যেও আলাদাভাবে ইতোমধ্যে জিআরের চাল ও নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।