প্রতিনিধিঃ
ছাতকের দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজারে গরু-ছাগলের অবৈধ হাট উচ্ছেদ অভিযানে মাইকিং করা হয়েছে। এ পশুর হাট উচ্ছেদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। হাট উচ্ছেদ অভিযান করেন উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। আজ যাতে এখানে পশুর হাট না বসে সে জন্য বাজারে মাইকিং করে বলা হয়েছে। প্রসঙ্গত বুরাইয়া বাজারে অবৈধভাবে গড়ে উঠা এ পশুর হাট নিয়ন্ত্রণ করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। কোনো প্রকার ইজারা ছাড়াই গত এক সপ্তাহ ধরে বাজারে পশুর হাট বসিয়েছে তারা। গত বছর সরকারি অনুমোদন থাকলেও এ বছরে এখানে পশুর হাট বসানোর কোন অনুমোদন দেয়া হয়নি। ওই অবৈধ হাট বসানোর ফলে আশপাশের পশুর বৈধ হাটে এর নেতিবাচক প্রভাব পড়েছে। উচ্চ মূল্যে ইজারা গ্রহন করা উপজেলার জাউয়াবাজার, জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারসহ অন্যান্য পশুর হাট ইজারা গ্রহণকারী ব্যবসায়ীরা এ অবৈধ হাটের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই কারনে রসুলগঞ্জ বাজার পশুর হাটের ইজারাদার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বুরাইয়া বাজারের পশুর অবৈধ হাট উচ্ছেদের নির্দেশনাও রয়েছে।