স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তার পক্ষে কাজ করার লক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল সাবেক ছাত্রনেতাদের নিয়ে মতবিনিয় করেছেন। সোমবার রাতে মেয়রের কক্ষে অনুষ্ঠিত মতবিনিয়ে ছাত্র লীগের প্রাক্তন ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ আজ মঙ্গলবার থেকে দিরাই-শাল্লা উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে পৌর মেয়র আয়ূূব বখত জগলুলের নেতৃত্বে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় কোন্দলের কারণে যারা এখনো নিষ্কৃয় বা দলের বিপক্ষে অবস্থান করছেন তাদেরকেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার উদ্যোগ নিবেন তারা।
মতবিনিময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, জীতেন্দ্র তালুকদার পিন্টু, প্রদীপ রঞ্জন দাশ, নবনী দাশ, শনৎ কুমার আচার্য্য, অজয় তালুকদার দুলন, অনু আচার্য্য, সরুজ কান্তি চক্রবর্তী, সাজিদুর রহমান, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সৈকতুল ইসলাম শওকত প্রমুখ।