রাজন চন্দ :: তাহিরপুর
চলমান তিন সপ্তাহের মধ্যেই কয়েক দফা বন্যা ও মেঘালয় থেকে আসা তীব্র পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরবর্তী রাজারগাঁও গ্রামে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়।
নদী ভাঙ্গন ও তীব্র বেগে আসা পাহাড়ি ঢলের ফলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর তীরবর্তী রাজাগাঁও গ্রামটি নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় গ্রামের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
এমতাবস্থায় বৃহৎ রাজারগাঁও গ্রামটিকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য ব্যাক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে গ্রাম রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করে দেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী যাদুকাটা নদীর পূর্বপাড়ে সরেজমিনে উপস্থিত থেকে রাজারগাওঁ গ্রাম রক্ষা বেড়িবাঁধের নির্মাণ কাজ সমাপ্ত করেন।
নিজ উদ্যোগে নদী ভাঙ্গনের কবল থেকে গ্রামটিকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়ায় অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসী।
রাজারগাঁও গ্রামের প্রবীণ ব্যাক্তি পরিমল তালুকদার বলেন, সীমান্ত থেকে প্রচন্ড বেগে আসা পাহাড়ি ঢলের কারনে আমাদের গ্রামটি নদী ভাঙ্গনের হুমকিতে পড়ে। বিষয়টি নিয়ে আমরা খুবই আতঙ্কিত ছিলাম। যা স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হয়েছে। সংবাদটি শুনে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন এগিয়ে আসেন এবং নিজে উপস্থিত থেকে গ্রাম রক্ষা বেড়িবাঁধ নির্মান করে দেন।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, পাহাড়ি ঢলে ও কয়েক দফা বন্যায় আমার পাশ্ববর্তী গ্রামটি নদী ভাঙ্গনের কবলে পড়ে। সংবাদ পেয়ে গ্রামটি রক্ষায় একটি বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেই।