স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে নতুন করো ৫৭জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৮০৭ জন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে সদরে ৩১, ছাতকে ১৮, দিরাই ২, জগন্নাথপুর ২, দক্ষিণ সুনামগঞ্জ ১, বিশ্বম্ভপুর ২ এবং তাহিরপুর ১ জন।
সোমবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৪ উপজেলার আরও ২৬ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২০ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, বিশ^ম্ভলপুর উপজেলার ৪ জন এবং দিরাই উপজেলার ১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৩৪২ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪২২ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৭০ জন, তাহিরপুর উপজেলায় ৩৮ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, দিরাই উপজেলায় ৮০ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ৩০৭ জন, জগন্নাথপুর উপজেলায় ১১৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৫ জন, শাল্লা উপজেলায় ৪০ জন আরোগ্য লাভ করেছেন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৬৮ শতাংশ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৫ জন, আইসোলেসনে গেছেন ২ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫২৪ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৮০২ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৭৫০ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
করোনায় মৃত্যুবরণ করেছেন জেলার ৮ উপজেলার ১৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৫ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, তাহিরপুর উপজেলার ১ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন, দিরাই উপজেলার ২ জন, ধর্মপাশা উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৭ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৩৮৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৭৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৪ জন, তাহিরপুর উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ৬ জন, দিরাই উপজেলায় ৯ জন, ধর্মপাশা উপজোয় ৬ জন, ছাতক উপজেলায় ৫৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৫ জন আইসোলেসনে আছেন।