তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় বালি পাথর উত্তোলনকারী শ্রমিক সর্দার ও শ্রমিকদের নিয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান এক মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, বালি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহিদ মিয়া, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বালি পাথর ব্যবসায়ী কাউসার আহমেদ, ইসহাক মিয়া, ইকবাল হোসেন, সুজন মিয়া, মাহমুদ আলী শাহ্, আবু লাহাব, পটল তালুকদার, সর্দার, মাসুক মিয়া, কিরণ রায়, সুহেল মিয়া, মুস্তাকিম মিয়া, আবুল কাশেম, তারা মিয়া, আক্তার হোসেন, শাহ্ জাহান, রুবেল মিয়া, অক্কল আলী, আবু সুফিয়ান, সজল রায়, জজ মিয়া, বুরহান তালুকদার, বাহাদুর মিয়া প্রমুখ।
অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান তার বক্তব্যে বলছেন, যাদুকাটা নদীতে মহামান্য হাইকোর্টের নির্দেশে বর্তমানে সব ধরনের বালিপথর উত্তোলন বন্ধ রয়েছে। তারপরেও রাতের আধারে কিছু অসাধু লোকজন প্রশাসনের নজর ফাঁকি দিয়ে চুরি করে বালি উত্তোলন করছে যা সম্পূর্ণ অবৈধ। আমরা ইতোমধ্যে অনেক নৌকা ধরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। আমি সবাইকে বিনীত ভাবে বলছি আপনারা কেউ নদীর তীর কেটে বা কোনোভাবে বালি পাথর উত্তোলন করবেন না। আমার কোনো পুলিশ সদস্য যদি এর সঙ্গে জড়িত থাকে আপনারা আমাকে অবগত করবেন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।