1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

৭ এপ্রিল দিল্লী যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭, ৩.১৮ পিএম
  • ৪৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার দুই দেশ আনুষ্ঠানিকভাবে এ রাষ্ট্রীয় সফরের সূচি ঘোষণা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল।

উল্লেখ্য, বিভিন্ন সম্মেলন উপলক্ষে একাধিকবার ভারতে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষবার রাষ্ট্রীয়ভাবে দিল্লি সফর করেছিলেন ২০১০ সালে । অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে এসেছিলেন ২০১৫ সালে।

কূটনীতিকদের ধারণা, শেখ হাসিনার আসন্ন এ সফর দুই দেশের মধ্যে সহযোগিতা ও আন্তরিক সম্পর্কের বন্ধন আরও জোরালো করবে এবং দুই নেতার মধ্যে বন্ধুত্ব ও আস্থা আরও শক্তিশালী করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা সোমবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দিল্লি সফরের প্রস্তুতিমূলক আলোচনা করার সময় আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এর আগে শেখ হাসিনাকে ডিসেম্বরে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ দেওয়া হয়েছিল, তবে নানা কারণে সে সফর পিছিয়ে যায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!