স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর হাসপাতালের পুরাতন ভবনের মধ্যগেইট অনেকটা অরক্ষিত। গুরুত্বপূর্ণ এই গেইট দিয়ে নতুন ও পুরাতন ভবন থেকে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার নার্সসহ কর্মীরা এখনো যাতায়াত করেন। কিন্তু গেইটে কোন বিদ্যুৎ লাইট নেই। যার ফলে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকলে এই গেইট এলাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। এ সময় হাসপাতালের নারী কর্মীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাই মধ্যে গেইটে লাইটিং ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, এখন পুরাতন ভবনে করোনা ইউনিটসহ নিচে গুরুত্বপূর্ণ কাজ হয়। রাত বিরাতে সহজ লভ্যতার কারণে এই মধ্যগেইট দিয়েই তারা যাতায়াত করেন। কিন্তু লাইট না থাকায় রাতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকি আমরা।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, নতুন সেটিং করা হচ্ছে। লআইটও লাগানো হচ্ছে। আমি খোজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।